মেক্সিকোর সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচের পর মাঠেই ১১ জনকে হত্যা করেছে একদল সশস্ত্র হামলাকারী। এ হামলার ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) ফেসবুকে সালামানকার মেয়র সেসার প্রিয়েতো ঘটনাটির কথা জানিয়েছেন।
এই ঘটনাকে ‘গুরুতর সামাজিক ভাঙ্গন’ বলে উল্লেখ করেছেন সালামানকার মেয়র। এই হামলায় এক নারী ও এক শিশুও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
প্রিয়েতো বলেন, ‘এই ঘটনা রাজ্যজুড়ে, বিশেষ করে সালমানকায় সহিংসতার একটি ঢেউ বইয়ে দিয়েছে, যা আমরা দুঃখের সঙ্গে প্রত্যক্ষ করছি। দুর্ভাগ্যজনকভাবে অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে তাদের অধীন করার চেষ্টা করছে, কিন্তু তারা তা অর্জন করতে পারবে না।’
সালমানকা যেখানে অবস্থিত সেই গুয়ানাহুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, এই হামলার ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।
এক বিবৃতিতে দপ্তরটি জানিয়েছে, ওই এলাকার বাসিন্দাদের সুরক্ষা দিতে, নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য অপরাধীদের খুঁজে বের করতে তারা নগর, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে প্রচেষ্টা চালাচ্ছে।
