স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরিটি ফের ভয়ংকর রূপ নিয়েছে। নতুনভাবে আবার ব্যাপক লাভার উদগীরণ শুরু হয়েছে। ফলে আগে যে সব এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি এখন সেসব এলাকায়ও লাভা পৌঁছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত পাঁচ সপ্তাহ ধরে আগ্নেয়গিরিটি থেকে অগ্নুৎপাত হচ্ছে। খবর ইউরোনিউজ’র।
সোমবার (২৫ অক্টোবর) ভোরে আগ্নেয়গিরিটিতে থেকে গলিত লাভার নতুন ভাবে বের হয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জ ভলকানোলজি ইনস্টিটিউট এটিকে একটি বিশাল লাভার ফোয়ারা হিসেবে বর্ণনা করেছে। পাহাড়ের নিচে গড়িয়ে পড়া লাভার নদীগুলো প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইনস্টিটিউটের গবেষক পেড্রো হার্নান্দেজ পাবলিক ব্রডকাস্টার বলেন, আমরা একটি নতুন পর্যায়ে আছি, যা অনেক বেশি তীব্র।
অগ্নুৎপাতের ফলে উত্তর-পশ্চিম আফ্রিকার দ্বীপের ওপরে ছাই মেঘ দেখা গেছে। নতুনভাবে লাভা উদগীরণ হওয়ায় কী নির্দেশনা আসে সে অপেক্ষায় আছে সেখানকার বাসিন্দারা। এদিকে কর্তৃপক্ষ আরও অধিক সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hul2
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন