English

29.2 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

ফ্রেঞ্চ পলিনেশিয়ায় ১৩ ফুট উঁচু ঢেউয়ের সতর্কতা

- Advertisements -

রাশিয়ার পূর্ব উপকূল ও আশপাশের এলাকায় আজ বুধবার সকালে আঘাত হানে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপরই সুনামি সতর্কতা জারি করা হয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলোয়। বড় ধরনের সতর্কতা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগরের মধ্যকার ছোট দ্বীপ রাষ্ট্র ফ্রেঞ্চ পলিনেশিয়ার মার্কেসাস দ্বীপপুঞ্জে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় ৭.২ ফুট (২.২ মিটার) থেকে ১৩ ফুট (৪ মিটার) উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঢেউগুলো উয়া হুকা, নুকু হিভা এবং হিভা ওয়া দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। এলাকার লোকজনকে উঁচু ভবন বা আশ্রয়স্থলে সরে যেতে বলা হয়েছে।

তবে ফ্রেঞ্চ পলিনেশিয়ার বাকি অংশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার প্রয়োজন নেই। যদিও উপকূলরেখা, সৈকত এবং নদীর মোহনা এড়িয়ে চলার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

এদিকে, প্রশান্ত মহাসাগরীয় আরেকটি দেশ কলম্বিয়া উপকূলীয় বাসিন্দাদের সরে যেতে বলেছে। কলম্বিয়ার কর্তৃপক্ষ চোকো এবং নারিনো বিভাগের জন্য সুনামি সতর্কতা জারি করেছে, একই নির্দেশনা জারি করা হয়েছে কাউকা এবং কাউকা উপত্যকার জন্যও।

ফেসবুকে এক বিবৃতিতে, কলম্বিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট বাসিন্দাদের চোকো এবং নারিনো উপকূলের সৈকত এবং নিম্নাঞ্চল থেকে সরে যেতে বলেছে। তাদেরকে উঁচু স্থানে এবং উপকূল থেকে দূরে সরে যেতে বলা হয়েছে। সুনামি এখন মার্কিন পশ্চিম উপকূলে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের সব বন্দর রাজ্য – ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফোর্নিয়া থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির খবর দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। হাওয়াই দ্বীপপুঞ্জের ঝুঁকিও কমেছে। তারা বাড়ি ফিরে যেতে পারবে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে, গুয়াম দ্বীপ এবং উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের উচ্চ সতর্কতাও প্রত্যাহার করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4lfy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন