English

27.4 C
Dhaka
সোমবার, আগস্ট ১৮, ২০২৫
- Advertisement -

বেতন পাওয়ার পাঁচ মিনিট পরেই পদত্যাগ, কর্মীর নৈতিকতা নিয়ে প্রশ্ন

- Advertisements -

ভারতে এক মানবসম্পদ (এইচআর) কর্মকর্তার লিংকডইন পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে। পোস্টে তিনি জানান, সদ্য নিয়োগপ্রাপ্ত এক কর্মী বেতন পাওয়ার মাত্র পাঁচ মিনিট পরই পদত্যাগপত্র জমা দিয়েছেন। সকাল ১০টায় তার বেতন অ্যাকাউন্টে জমা হয়, আর ১০টা ৫ মিনিটেই আসে ই-মেইলে পদত্যাগপত্র।

এইচআর কর্মকর্তার দাবি, নতুন কর্মীর জন্য কোম্পানি প্রচুর সময় ও অর্থ ব্যয় করেছে। অনবোর্ডিং, নথিপত্র যাচাই থেকে শুরু করে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ—সব কিছুর পরেও কর্মী বেতন হাতে পেয়েই চাকরি ছেড়ে দেওয়া নৈতিকতার পরিপন্থি।

পোস্টে তিনি লিখেন, এইচআর দল ঘণ্টার পর ঘণ্টা তোমার অনবোর্ডিং আর ডকুমেন্টেশন করেছে। কোম্পানি তোমাকে স্বাগত জানিয়েছে, বিশ্বাস করেছে, সুযোগ দিয়েছে। অথচ প্রথম বেতন পাওয়ার পাঁচ মিনিট পরই তুমি সরে গেলে—এটা কি ন্যায্য? এটা কি নৈতিক?

তিনি আরও যুক্তি দেন, কর্মী যদি থেকে যাওয়ার ইচ্ছা না রাখতেন, তবে আগেই জানাতে পারতেন বা অন্তত সম্মানজনকভাবে বিদায় নিতে পারতেন। তার মতে, ক্যারিয়ার গড়তে দরকার অধ্যবসায় ও অঙ্গীকার, কেবল বেতনের টানে চাকরি বদল নয়।

তবে পোস্টটি ভাইরাল হওয়ার পর অনেকেই কর্মীর পক্ষে কথা বলেছেন। তাদের মতে, বেতন কাজের বিনিময়, দয়া নয়—তাই বেতন পাওয়ার পর চাকরি ছেড়ে দেওয়া অনৈতিক নয়। অনেকে আরও বলেন, কোম্পানিগুলো নিজেরাও তো প্রায়ই বিনা নোটিশে কর্মীদের ছাঁটাই করে, কখনও আবার মাসের মাঝপথেই।

একজন মন্তব্য করেন, বিষয়টা হলো, কর্মীরা সবসময় অভিযোগ জানাতে পারেন না। তাই অনেক সময় চুপচাপ বেতন নিয়ে বিদায় নেওয়াই সহজ সমাধান।

অন্যরা আবার এইচআর কর্মকর্তাকেই অপ্রফেশনাল বলেছেন—এমন অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে আনা তার অপরিপক্বতার প্রমাণ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2id8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন