মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, যে ভারত কি ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক দেবে, তখন ট্রাম্প বলেন, হ্যাঁ, আমার মনে হয় তাই।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, ভারত-যুক্তরাষ্ট্র চুক্তি এখনও আলোচনার স্তরে রয়েছে এবং এটি চূড়ান্ত হতে আরও আলোচনার প্রয়োজন।
তিনি বলেন, তারা তাদের বাজারের কিছু অংশ উন্মুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে, আমরাও আলোচনায় আগ্রহী। তবে আমাদের ‘ভারতীয় বন্ধুদের’ সঙ্গে আরও আলোচনা করতে হবে—তারা কতটা আগ্রহী সেটি বুঝে নেওয়ার জন্য।
গত এপ্রিল ২ তারিখে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক নির্ধারণ করলেও পরে তা স্থগিত করেন।
১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন, তারা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি শুল্ক নেয়।
হোয়াইট হাউজ ভারতের ডিজিটাল সেবায় কর ও বিদেশি পণ্যে কঠোর নিয়মনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ট্রাম্প প্রশাসন ভারতের ‘অস্বাভাবিকভাবে কঠিন’ পরীক্ষার নিয়মসহ আমদানিনীতিকে ‘অন্যায্য’ বলে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্য অনুসারে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ভারত থেকে ৮৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে এবং ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে ৪২ বিলিয়ন ডলার মূল্যের পণ্য।