English

27 C
Dhaka
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
- Advertisement -

ভারতে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল স্কুলের ছাদ, ৪ শিশুর মৃত্যু

- Advertisements -
ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন, যাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কয়েকজন আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকাল সাড়ের ৮টার দিকে মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে এই দুর্ঘটনাটি ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার সময় স্কুল চত্বরে প্রায় ৪০ জন শিশু, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। হঠাৎ করে একতলা ভবনটির ছাদ ভেঙে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলটি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করে।

ঝালাওয়াড় জেলার পুলিশ সুপার অমিত কুমার পিটিআইকে জানান, চার শিশুর মৃত্যু হয়েছে এবং আরা ১৭ জন আহত হয়েছে। এর মধ্যে ১০ জন শিশুকে ঝালাওয়াড় হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উদ্ধারে ছুটে আসেন।

ঘটনাস্থলের ধ্বংসস্তূপ সরাতে এখনও পর্যন্ত চারটি জেসিবি মেশিন আনা হয়েছে।প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা। সবার চোখেমুখে আতঙ্ক।

নিজেদের সন্তানদের খোঁজে অনেককেই এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। আহতদের মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে গুরুতর আহতদের ঝালাওয়াড়ের অন্য হাসপাতালে স্থানান্তরিত করছেন জেলা কর্মকর্তারা। 
The short URL of the present article is: https://www.nirapadnews.com/g4dw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

পুনরায় বাড়ি বেচে দিলেন বিগ বি

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন