English

28.5 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

- Advertisements -

ভারতের উত্তরাখণ্ডে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন ভক্ত।

রবিবার মন্দিরের সিঁড়ির পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক সৃষ্টি হয়, যা এই পদদলনের মূল কারণ বলে মনে করা হচ্ছে।

গড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শংকর পাণ্ডে বলেন, ঘটনার সময় মন্দিরে প্রচুর ভক্ত জড়ো হয়েছিলেন।

সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

হরিদ্বার জেলার এসএসপি প্রমেন্দ্র সিং ডোবাল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৩৫ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।

হরিদ্বার বিশেষভাবে শিবভক্ত ‘কাঁওয়ারিয়াদের’ জন্য গুরুত্বপূর্ণ স্থান, যারা এই সময়ে গঙ্গা থেকে পানি সংগ্রহ করেন।

একজন আহত ভক্ত সংবাদমাধ্যমকে জানান, হঠাৎ প্রচণ্ড ভিড় তৈরি হয়। সবাই বেরিয়ে যেতে চাচ্ছিলেন, তখন আমি পড়ে যাই এবং হাত ভেঙে যায়।

এ ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে শোক প্রকাশ করে বলেছেন, উত্তরাখণ্ডের হরিদ্বারে মানসা দেবী মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণহানির খবর শুনে গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zjbn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন