English

29.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

ভারতে ৪ রাজ্যে ‘রাম নবমী’র র‌্যালিতে সংঘর্ষ, নিহত ১

- Advertisements -

হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা রামের জন্ম উদযাপন উৎসব ‘রাম নবমী’ উপলক্ষে গতকাল র‌্যালির সময় ভারতের চার রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে সংঘর্ষ হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গুজরাট রাজ্যের আনন্দ জেলার খাম্বাট এবং সবরকান্থা জেলার হিম্মতনগরে সংঘর্ষ হয়েছে। উভয় স্থানে পাথর নিক্ষেপ এবং অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

রাম নবমীর মিছিল নিয়ে সংঘর্ষের পর গুজরাটের খাম্বাট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতা ও অগ্নিসংযোগের পর মধ্যপ্রদেশের খারগোনের কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছিল। পুনরায় যেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে না ওঠে, সেজন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এক ভিডিওতে দেখা যায়, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, কিছু মানুষ পাথর নিক্ষেপ করছে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে পুলিশ। সংঘর্ষে পুলিশ সদস্যরাও আহত হয়েছেন। চারটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে।

পশ্চিমবঙ্গের হাওড়ার শিবপুর এলাকায় রাম নবমীর মিছিলের সময় সংঘর্ষের খবরে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ হাওড়ার বাসিন্দাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট করার সময় সংযত থাকার অনুরোধ করেছে। এছাড়া কোনো ভুয়া খবর ছড়ানোর বিরুদ্ধেও তাদের সতর্ক করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1d0f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন