English

19 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
- Advertisement -

মেয়েকে নিয়ে জনসমক্ষে কিম, সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কি ইঙ্গিত

- Advertisements -

প্রথমবারের মতো প্রকাশ্যে কুমসুসান সমাধিসৌধে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে কিম জু আয়ে। সেখানে তিনি তাঁর মা-বাবার সঙ্গে দেশটির সাবেক নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত ছবিতে পরিবারটিকে জু আয়ের দাদা কিম জং ইল এবং প্রপিতামহ, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের সমাধিতে শ্রদ্ধা জানাতে দেখা যায়।

ছবিতে দেখা যায়, ওই সফরে স্ত্রী রি সোল জু ও দলের জ্যেষ্ঠ কর্মকর্তারা কিম জং উনের সঙ্গে ছিলেন। কুমসুসান প্যালেস অব দ্য সানের মূল হলে কিম ও রি সোল জুর মাঝখানে দাঁড়িয়ে ছিলেন জু আয়ে।

জু আয়েকে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে মনে করা হয়। তিন বছর ধরে আয়েকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বারবারই হাজির হতে দেখা গেছে। এতে বিশ্লেষকেরা এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, আয়ে ভবিষ্যতে দেশটির চতুর্থ প্রজন্মের নেতা হতে পারেন। ২০১০-এর দশকের শুরুর দিকে আয়ের জন্ম হয়েছে বলে ধারণা করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কিম জু আয়ে নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। গত সেপ্টেম্বরে তিনি বাবার সঙ্গে প্রথমবারের মতো সরকারিভাবে বিদেশ সফরে বেইজিং গিয়েছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2je5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন