হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না বলে জানান তিনি।
পেনসিলভানিয়ায় জো বাইডেন ভোট প্রাপ্তির ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে এগিয়ে যাওয়ায় গতকাল শুক্রবার কাডলো এই আভাস দিয়েছেন। তিনি বলেন, এটি (যুক্তরাষ্ট্র) বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। আমরা আইনের শাসন মেনে চলি। আর তাই প্রেসিডেন্টও তা মানবেন।
এখনো কিছু জিনিস পরিষ্কার হওয়া বাকি আছে উল্লেখ করে কাডলো বলেন, এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই। আমি এটি প্রচার শিবিরের ওপরই ছেড়ে দিচ্ছি।
তিনি বলেন, তবে আমরা শান্তিপূর্ণভাবেই চলব, যে রকম আমরা সবসময়ই করি। আর আমি এটাও বলব, গোটা বিশ্বে যিনিই আমাদের দেখুন, তারই একথা জানা উচিত।
উল্লেখ্য, জো বাইডেন পেনসিলভেইনিয়ায় জয়ী হতে পারলেই তার ইলোকটোরাল ভোট হয়ে যাবে ২৭৩, অর্থাৎ, তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পৌঁছে যাবেন হোয়াইট হাউজে।
সূত্র: দা হিল
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gxbd
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন