English

25 C
Dhaka
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রে শিক্ষিকাকে ৬ বছরের শিক্ষার্থীর গুলি, কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ

- Advertisements -

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ৬ বছরের এক শিক্ষার্থীর গুলিতে আহত স্কুলশিক্ষিকা অ্যাবিগেইল জওয়েরনার ক্ষতিপূরণ হিসেবে এক কোটি মার্কিন ডলার পাবেন। বৃহস্পতিবার র্জিনিয়ার এক জুরি বোর্ড এই রায় ঘোষণা করে। খবর বিবিসির।

ঘটনাটি ঘটে ২০২৩ সালের জানুয়ারিতে ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে। ক্লাস চলাকালে প্রথম শ্রেণির ওই শিশু শিক্ষার্থী জওয়েরনার দিকে বন্দুক তাক করে গুলি চালায়। গুলিটি তার হাতে লাগার পর বুক ভেদ করে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে একাধিক অস্ত্রোপচার করতে হয়।

বিবিসি’র তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হওয়ার পর শিক্ষিকা জওয়েরনার ওই স্কুলের প্রধান শিক্ষিকা এবনি পার্কারের বিরুদ্ধে ৪ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণের মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গুলি চালানোর আগে থেকেই শিশুটির কাছে অস্ত্র থাকার তথ্য প্রধান শিক্ষিকাকে জানানো হয়েছিল, কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রায় ৪৫ মিনিট আগে পার্কারকে সতর্ক করা হয়েছিল যে শিক্ষার্থীর কাছে বন্দুক থাকতে পারে। এছাড়া, জওয়েরনার একাধিকবার জানান যে ওই শিশু মানসিকভাবে অস্থির এবং অন্য এক সহপাঠীকে হুমকি দিয়েছে। তবুও পার্কার কোনো ব্যবস্থা নেননি।

জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে রায় দেয় যে, প্রধান শিক্ষিকা পার্কারের নিষ্ক্রিয়তা চরম অবহেলার উদাহরণ। উল্লেখ্য, শিশুটি যে বন্দুক ব্যবহার করেছিল তা তার মায়ের কাছ থেকে নেওয়া হয়েছিল। অস্ত্রটি যথাযথভাবে সংরক্ষণ না করায় শিক্ষার্থীর মাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ixo0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন