English

27.7 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
- Advertisement -

যৌতুক না পেয়ে বন্ধুদের দিয়ে স্ত্রীর সঙ্গে চরম অসভ্যতা

- Advertisements -

স্ত্রীর বাপের বাড়ি থেকে দেড় লাখ টাকা যৌতুক না পেয়ে বেজায় চটেছেন এক ব্যক্তি। সেই টাকা পাওয়ার আশায় আত্মীয়দের দিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করিয়েছেন পাষণ্ড স্বামী। এমনকি অসভ্যতার ভিডিও করে রেখেছেন।

যৌতুকের টাকা না পেলে সেই ভিডিও পর্ন সাইটে আপলোড করারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের ভরতপুরে। স্বামী এবং তার দুই আত্মীয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই নারী।

ভুক্তভোগী নারীর অভিযোগ, যৌতুকের জন্য বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে নানাভাবে হেনস্থা করতেন। তার বাপের বাড়ির লোকেরা সেই টাকা না দিতে পারায় স্বামী দুই আত্মীয়কে দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করিয়েছে।

সেই ঘটনার ভিডিও করা হয়। তার স্বামী হুমকি দিয়েছেন, যদি পণের টাকা না পান, তাহলে ওই ভিডিও পর্ন সাইট এবং ইউটিউবে আপলোড করবেন। এমনকি এই ভিডিও তার বাপের বাড়ির লোকেদের দেখিয়ে টাকা আদায় করবেন বলেও হুমকি দিয়েছেন।

নির্যাতিতার আরো অভিযোগ, ভিডিওটি ইতোমধ্যেই ইউটিউবে আপলোড করেছেন তার স্বামী।

পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা। ২০১৯ সালে হরিয়ানায় বিয়ে হয় ওই দম্পতির। তার পর থেকেই যৌতুকের জন্য ওই নারীর ওপর নানা রকম চাপ সৃষ্টি করা হচ্ছিল। মাঝে তিনি বাপের বাড়ি চলে যান।

কিন্তু তার স্বামী নানা রকম প্রলোভন দেখিয়ে আবারো তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। তার পর দুই আত্মীয়কে বাড়িতে ডেকে তার সঙ্গে চরম অসভ্যতা করানো হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n91q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন