English

14.9 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
- Advertisement -

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

- Advertisements -

চীনে শিশুদের সুরক্ষা দিতে এআই-এর ওপর আসতে চলেছে কঠোর বিধিনিষেধ। এআই চ্যাটবটগুলোর পরামর্শে শিশুরা অনেক সময় নিজেদের ক্ষতি করতে পারে বা সহিংসতার দিকে পরিচালিত হতে পারে। আর এগুলোকে এমন কোনো পরামর্শ দেওয়া থেকে বিরত রাখতেই নতুন এই কঠোর নিয়ম প্রস্তাব করেছে দেশটি।

এ ছাড়া বিবিসি জানিয়েছে, নতুন এই নীতিমালায় ডেভেলপারদের নিশ্চিত করতে হবে যে, তাদের এআই মডেলগুলো জুয়া খেলা প্রচার করবে না।

এ ঘোষণা এমন এক সময়ে আসল যখন চীন এবং বিশ্বজুড়ে চ্যাটবটের সংখ্যা ব্যপক বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে অ্যাপ ডাউনলোড চার্টের শীর্ষে থাকায় চীনা এআই সংস্থা ‘ডিপসিক’ এই বছর নানা খবরের শিরোনামে এসেছে। চলতি মাসে, দুটি চীনা স্টার্টআপ ‘জেড.এআই’ এবং ‘মিনিম্যাক্স’-কে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ।

নীতিমালাটি চূড়ান্ত হয়ে গেলে, চলতি বছরে নিরাপত্তা উদ্বেগের কারণে তীব্র তদন্তের মুখে পড়া এসব এআই পণ্য এবং পরিষেবাগুলোতে নতুন নিয়ম প্রযোজ্য হবে।

সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়নার (সিএসি) প্রকাশিত খসরা অনুযায়ী, শিশুদের সুরক্ষার জন্য এআই সংস্থাগুলোকে গ্রাহকের ব্যক্তিগত সেটিংস তৈরির সুবিধা প্রদান, ব্যবহারের সময়সীমা নির্ধারণ এবং শিশুদের আবেগঘনিষ্ঠ পরিষেবা প্রদানের আগে অভিভাবকদের সম্মতি গ্রহণের বাধ্যবাধকতা।

প্রশাসন জানিয়েছে, চ্যাটবট যারা ব্যবহার করছে তাদের আত্মহত্যা বা আত্ম-ক্ষতি সম্পর্কিত যেকোনো কথোপকথনের মানবিক নিয়ন্ত্রণ নিতে হবে এবং অবিলম্বে ব্যবহারকারীর অভিভাবক বা জরুরি যোগাযোগকারীকে অবহিত করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এআই সরবরাহকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের পরিষেবাগুলো ‘জাতীয় নিরাপত্তা বিপন্ন করে, জাতীয় সম্মান এবং স্বার্থের ক্ষতি করে অথবা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে’ এমন সামগ্রী তৈরি বা শেয়ার করবে না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/aew3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন