English

26 C
Dhaka
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
- Advertisement -

সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাইয়ের রাজকন্যা

- Advertisements -

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের মেয়ে শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম সম্প্রতি মরক্কো বংশোদ্ভূত মার্কিন গায়ক ও র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। বুধবার মার্কিন বিনোদনভিত্তিক ওয়েবসাইট টিএমজেড-কে মন্টানার এক প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২৩ সালের মে মাসে মাহরা তার প্রথম স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে বিয়ে করেছিলেন, তবে এক বছরেরও কম সময়ে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর মাহরা সামাজিক যোগাযোগমাধ্যমে খোলাখুলি পোস্ট করে প্রাক্তন স্বামীকে তালাকের ঘোষণা দিয়েছিলেন, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। বিচ্ছেদের পরপরই মাহরা ও ফ্রেঞ্চ মন্টানার মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২৪ সালের শেষদিকে মাহরা মন্টানাকে দুবাই ঘুরিয়ে দেখান এবং তার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একসঙ্গে তোলা ছবি প্রকাশ্যে আসে। কখনো তাদের মরক্কো ও দুবাইয়ের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে, কখনো রেস্তোরাঁয় খেতে বা ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করতে। ২০২৫ সালের প্যারিস ফ্যাশন শোতে তারা প্রথমবারের মতো একসঙ্গে হাত ধরে হাঁটেন, যা তাদের সম্পর্কের সত্যতা নিশ্চিত করে।

ফ্রেঞ্চ মন্টানার প্রতিনিধি জানান, তিনি ২০২৪ সালের জুনে প্যারিস ফ্যাশন সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মাহরাকে বিয়ের প্রস্তাব দেন। তবে তাদের বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। শেখা মাহরা যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তাছাড়া, তিনি দুবাইভিত্তিক মোহাম্মদ বিন রাশেদ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিশেষ ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে দুবাইভিত্তিক গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করছেন।

ফ্রেঞ্চ মন্টানার প্রকৃত নাম করিম খারবুশ। তিনি মরক্কোতে জন্মগ্রহণ করেন এবং ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান। ২০০০ সালের শুরুতে ‘ইয়াং ফ্রেঞ্চ’ নামে সংগীতজীবন শুরু করার পর, তিনি ‘আনফরগেটেবল’, ‘নো স্টাইলিস্ট’ এবং ‘ওয়েলকাম টু দ্য পার্টি’সহ একাধিক জনপ্রিয় গান প্রকাশ করেন এবং বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। সংগীতের বাইরে তিনি দাতব্য কাজেও সুনাম কুড়িয়েছেন।

তিনি উগান্ডা ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রকল্পে অর্থ সহায়তা দিয়েছেন। ফ্রেঞ্চ মন্টানা ২০০৭ সালে উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুশকে বিয়ে করেছিলেন, তবে ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের ১৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে, যার নাম ক্রুজ খারবুশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lvz5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন