English

30 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
- Advertisement -

হঠাৎ একই দিনে ভারতে হাজির ইরানের পররাষ্ট্রমন্ত্রী-সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- Advertisements -

কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই হঠাৎ নয়াদিল্লিতে অবতরণ করলেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। এই অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা শুরু হয়েছে।

ঠিক ১৫ দিন আগে পেহেলগাম হত্যাকাণ্ড এবং তার জেরে পাকিস্তানে চালানো ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে।

এমন পরিস্থিতিতে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই আকস্মিক সফরকে ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখছেন অভিজ্ঞ কূটনৈতিক মহল। অনেকের মতে, ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের এই উদ্যোগের মূল লক্ষ্য হতে পারে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন করা।

সৌদি আরবের পররাষ্ট্র দফতরের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই বৈঠকের বিষয়ে সংক্ষিপ্ত বার্তা দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আদেল আল-জুবায়ের। বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করার বিষয়ে ভারতের সঙ্গে মতবিনিময় হয়েছে।

একই সময়ে ভারতের মাটিতে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার গভীর রাতে তার দিল্লি আগমনও কূটনৈতিক বিশেষজ্ঞদের নজর এড়ায়নি।

কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই সম্ভবত এই দুই দেশ সক্রিয় ভূমিকা নিতে চাইছে। একদিকে সৌদি আরবের আকস্মিক সফর এবং অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রীর গভীর রাতের আগমন এই দুটি ঘটনাই উপমহাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন