যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি প্রাণী আশ্রয়কেন্দ্র মাইক্রোচিপের সহায়তায় ১০ বছরের বেশি সময় আগে হারিয়ে যাওয়া একটি কুকুরকে তার পরিবারের সঙ্গে পুনর্মিলিত করেছে। চলতি মাসের শুরুতে আশ্রয়কেন্দ্রে আনার পর কুকুরটির শরীরে থাকা মাইক্রোচিপ স্ক্যান করে পরিচয় নিশ্চিত করা হয়।
গত সপ্তাহে মায়ামি-ডেড কাউন্টির মায়ামি-ডেড অ্যানিমেল সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়। তারা জানায়, আশ্রয়কেন্দ্রে আনা কুকুরটির নিয়মিত স্বাস্থ্য ও পরিচয় যাচাইয়ের অংশ হিসেবে মাইক্রোচিপ স্ক্যান করা হয়। এতে কুকুরটির নাম পাওয়া যায় ‘বাটারকাপ’। বয়স প্রায় ১৫ বছর। আশ্রয়কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাটারকাপ তার বাড়ি থেকে নিখোঁজ ছিল ১০ বছরেরও বেশি সময় ধরে।
মাইক্রোচিপে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে আশ্রয়কেন্দ্রের কর্মীরা কুকুরটির মালিকদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাটারকাপকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আশ্রয়কেন্দ্রটি জানায়, এমন ঘটনা মাইক্রোচিপের গুরুত্বকে আবারও সামনে আনে। সেখানে বলা হয়, মাইক্রোচিপ কার্যকর হতে হলে এর সঙ্গে যুক্ত যোগাযোগের তথ্য হালনাগাদ থাকা জরুরি। তথ্য সঠিক থাকলে হারিয়ে যাওয়া পোষা প্রাণী ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
