English

26.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল

- Advertisements -

সরদার কালাম এস’কে’পি: জেগে ওঠো বিশ্ব মুসলিম,এবার ঘুম ভেঙে জেগে ওঠো ওহে মুসলিম বিশ্ব!জ্বলন্ত মশাল হাতে ঘোর এই অন্ধকারে নেমে পড়ো,জেগে ওঠো হে মুসলিম বিশ্ব!

চুপ করে আর কত দেখবে ফিলিস্তিনে নির্মম হত্যা যজ্ঞের দৃশ্য!ফিলিস্তিনের শিশুদের কান্নায় আকাশ বাতাস ভারি,মুসলিম হয়ে মুসলিমের আর্তনাদ কেমনে সইতে পারি!
প্রথম কেবলা আল-আকসায়,চলছে ধ্বংসের দৃশ্য,কেমন করে চুপ করে আছো,হে মুসলিম বিশ্ব!

প্রতিটি মুসলিম হত্যার জবাব দেওয়ার এসেছে সময়,মুখ বুজে মার খাওয়ার সময় এখন নয়।সবভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হও মুসলিম বিশ্ব,ফিলিস্তিনে উড়ুক মুক্তির পতাকা,দেখুক সারা বিশ্ব!

জেগে ওঠো আজ বিশ্ব মানব,জেগে ওঠো মুসলিম,জেগে ওঠো বিশ্ব মুসলিম মানবতা।যুদ্ধবাজেরা নিপাত যাক বিশ্ব মানবতা মুক্তি পাক,যন্ত্ররা নিভে যাক,মানুষেরাই শান্তি পাক।জেগে ওঠো বিশ্ব মুসলিম,জেগে ওঠো ওহে বিশ্ব মুসলমান এ স্লোগান নিয়ে _

ফিলিস্তিনে গাজায় ইসরাইলি নৃশংস গনহত্যা ও বর্বরচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আসর নামাজের পর উপজেলা দেয়াড়ার খোরদো বাজার কমিটি ও যুব সমাজের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি খোরদো বাজারস্থ দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রীজরোড তিনরাস্তার হলমোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলারোয়ার খোরদো বাজার কমিটি ও যুবসমাজের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাজার কমিটি এবং যুব সমাজসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও শিবিরের নেতৃত্বস্থানীয় ব্যাক্তিবর্গও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন গাজার গণহত্যা কোন সভ্য সমাজের কাম্য হতে পারে না।গাজায় চলমান ইসরাইলে আগ্রাসন, নারী শিশুসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র।এই বর্বরতা আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকেও হার মানিয়েছে।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের বক্তব্যে বিশ্বের বিবেকবান মানুষদের এ বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nrv8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন