English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

যশোরে খোলা বাজারের বিস্কুট খেয়ে মাদরাসাছাত্রের মৃত্যু, অসুস্থ ৬

- Advertisements -

যশোরর শার্শায় খোলা বাজারের বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে ওই মাদরাসার আরও ছয়জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদের মধ্যে মামুনুর রশিদ (১০) নামের এক ছাত্রকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার শার্শা ইউনিয়নের নারায়ণপুর আশরাফুল মাদারিস কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে।

মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম জানান, ছাত্ররা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। তারপর বিকেলে এক ছাত্রের বাড়ি থেকে দেওয়া বিস্কুট খাওয়ার পরে সাতজন ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎক মাহিন নামের এক ছাত্রকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, অসুস্থ ছয়জনের মধ্যে একজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদরাসাটির এক ছাত্রের দুলাভাই রাসেল আহমেদ (যিনি বিস্কুট কিনে দিয়েছিলেন) বলেন, ‘বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার নাভারণ বাজারের ফুটপথ থেকে ৫০০ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়েছিলাম। শুক্রবার বিকেলে সংবাদ পাই সেই বিস্কুট খেয়ে আমার শ্যালকসহ সাতজন শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে একজন মারা গেছে।’

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিদ্দিকুর রহমান জানান, বিকেল সাতজন ছাত্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে মাহিন নামের একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2d52
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন