English

27.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি

- Advertisements -

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রবেশপথ যানজটমুক্ত ও ঝিনাইদহ-যশোর মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।

আজ শুক্রবার সকাল ১০টার পর শহরের মেইন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।

অভিযান পরিচালনার সময় রাস্তার ওপর অবৈধভাবে যত্রতত্র পার্কিং করে রাখা বাস, ট্রাক, পিকআপ, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও ভ্যান সরিয়ে দেওয়া হয়। এ সময় ভবিষ্যতে রাস্তার ওপর গাড়ি রেখে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ।

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের লক্ষ্যে নির্মাণকাজ চলমান রয়েছে। কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উড়ালসেতু নির্মাণকাজ চলছে। ব্যস্ততম এই বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কসমূহ নিরাপদ ব্যবহারের জন্য পৌর কর্তৃপক্ষকে সচেতনতামূলক কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। তবে কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সংগঠক শিপলু জামান, গণমাধ্যমকর্মী এবং কালীগঞ্জ থানার একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/blzg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন