English

31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

- Advertisements -
Advertisements
Advertisements

‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা।এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খানম মিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সনাক’র সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার কর্মী নুরুন্নাহার কুসুম, এইড’র জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সিনিয়র সাংবাদিক এম এ জলিলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করে, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, ওয়েলফেয়ার এফোর্টস, দুর্বার নেটওয়ার্ক এইড’র জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পসহ বেশ কয়েকটি জিও এনজিও সংগঠন।
বক্তারা, নারী নির্যাতন মুক্ত, সমাজ, দেশ, রাষ্ট্র গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন