No menu items!

English

27.5 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
No menu items!
- Advertisement -
No menu items!

বোতল দিয়ে ভবন নির্মাণ

- Advertisements -

বাগেরহাটের মোরেলগঞ্জে তিনতলার ফাউন্ডেশন দিয়ে একটি পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেছেন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার ইকবাল হোসেন। ভবনটি নির্মাণে সিমেন্ট ও বালুর সাথে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বোতল। ইটের পরিবর্তে বোতলে বালু ভর্তি করে তা সাজিয়ে দেওয়া হচ্ছে দেয়ালে।

২৬০০ স্কয়ার ফুটের এ ভবনের একতলার কাজ শেষ করতে এক লিটার ও আধা লিটারের প্রায় ৭০ হাজার বোতল লাগবে। এ কাজের জন্য ৫০ টাকা কেজি দরে ফেরিওয়ালাদের কাছ থেকে খালি বোতল কিনছেন ইকবাল হোসেন।

কালিকাবাড়ি গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে ইকবাল হোসেন বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট দলের একজন সদস্য। হতদরিদ্র পরিবারের সদস্য ইকবাল হোসেনের বাবা নেই। দশম শ্রণি পর্যন্ত লেখাপড়া করেছেন। এরপর ২০১৪ সালে ঠাঁই হয় জাতীয় ক্রিকেট দলে (ফিজিক্যাল চ্যালেঞ্জ)। ২০২০ সালে ইকবাল হোসেন একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মোহাম্মদ আলীর নজরে পড়েন।

ইকবাল হোসেন বলেন, ওয়াসেক মোহাম্মদ আলী তাকে স্বাভাবিক জীবনযাপন ও একটি নিরাপদ আবাসন তৈরি করার জন্য সাড়ে ৪ লাখ টাকা দেন। এছাড়াও টানা দুই বছর প্রতিমাসে ৭ হাজার টাকা করে সংসার চালাতে খরচ দিয়েছেন। ওই টাকা দিয়েই ব্যতিক্রমী ডিজাইনে বসতবাড়ি তৈরির কাজ শুরু করেছেন তিনি।

বাড়িটি নির্মাণ করতে এখন পর্যন্ত সাড়ে ৬ লাখ টাকা খরচ হয়েছে। আরও ২ লাখ টাকা লাগবে ছাদসহ একতলার কাজ শেষ করতে। টাকার অভাবে এখন কাজ বন্ধ আছে। একতলার কাজ শেষ হলে ঝুপড়ি ঘর ছেড়ে বৃদ্ধা মা ও ছোট ভাইকে নিয়ে ওই ঘরে উঠবেন বলে জানান তিনি।

ইকবাল হোসেনের নিজস্ব ভাবনা থেকে অন্যের সহায়তায় নির্মাণাধীন এই বাড়ি এলাকায় বোতলবাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ বাড়িটি দেখতে যান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3fht
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন