English

33 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
- Advertisement -

যশোরের কেশবপুরে প্রচণ্ড গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা

- Advertisements -

যশোরের কেশবপুরে তীব্র গরমে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতাল ও পল্লী চিকিৎসকরা আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন। গত ৩ দিনে ৫ শিশুসহ ২ জন নারী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তীব্র গরমের কারণে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ।

Advertisements

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীরা হলেন- উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কাঁকবাধাল গ্রামের আতিয়ার রহমানের মেয়ে রিমি খাতুন (৪), মাগুরখালি গ্রামের মনিরম্নল ইসলামের মেয়ে বুসরা খাতুন (২), হিজলডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের ৯ মাস বয়সী মেয়ে হুমায়রা খাতুন, সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামের অশোক দাসের ছেলে প্রতাপ দাস (১০), মজিদপুর গ্রামের বশির আহমেদের স্ত্রী মুসলিমা বেগম (২৪), মণিরামপুরের জামলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আলেয়া বেগম (২৫) ও নাঘোরঘোপ গ্রামের জহিরুল ইসলামের ৮ মাস বয়সী ছেলে পারভেজ।

Advertisements

এছাড়া পৌর শহরের স্বর্ণপট্টিতে মুক্তি ফার্মেসীর পল্লী চিকিৎসক সুভাষ দেবনাথ, উপজেলার মূলগ্রামের পল্লী চিকিৎসক হাবিবুর রহমান ও কোমরপোল গ্রামের পল্লী চিকিৎসক নূরুল ইসলাম বলেন, তারা আজ রবিবার প্রত্যেকেই ১ জন করে শিশুর ডায়রিয়ার চিকিৎসা দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, গত ৩ দিনে ৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৫ জন শিশু ও ২ জন নারী রয়েছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

অফিস টাইমে ঘুম পায়!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন