English

29.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

যশোরের বাঘারপাড়া উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন সাথী

- Advertisements -

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের সহধর্মিণী ভিক্টোরিয়া পারভিন সাথী।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড নৌকা প্রতীকে একক প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করেন।
নির্বাচিত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
সূত্র মতে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে স্থানীয় নেতারা জোর তৎপরতা শুরু করেন। ১১ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, রায়পুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক রাজিব রায়, যশোর জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দিলু পাটোয়ারী, প্রয়াত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুম রেজা খান।
অন্যদিকে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামসুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ নভেম্বর। প্রত্যাহার ২৩ নভেম্বরের মধ্যে। আর প্রতীক বরাদ্দ ২৪ নভেম্বর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kg27
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন