English

25.9 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

টিকটক করতে বাধা দেওয়ায় স্বামীর ওপর অভিমান, ফাঁস নিলেন গৃহবধূ

- Advertisements -

সাতক্ষীরার কালিগঞ্জে টিকটক করতে বাধা দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে রাবেয়া খাতুন (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন ওই গ্রামের ভ্যানচালক সাইদুল গাজীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, বুধবার রাতে টিকটক ভিডিও বানানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাবেয়া পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন।

কিছুক্ষণ পর স্বামী সাইদুল জানালা দিয়ে দেখেন, রাবেয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। বিষয়টি থানায় জানানো হয়। পরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে দরজা ভেঙে রাবেয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8uzi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন