কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিক ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
উদ্ধারের সময় ওই ব্যাক্তির পরনে কালো চেক শার্ট, জিন্সের প্যান্ট এবং কোমরে লাল রঙের একটি গামছা বাঁধা ছিল।
দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, সাবস্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছু তার চুরিও হয়েছে। মরদেহ দেখে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।