English

31 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
- Advertisement -

কত দিন পরপর বিছানার চাদর বদলাবেন?

- Advertisements -

দিনভর কাজ শেষে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দুদণ্ড বিশ্রাম নিই আমরা। পরিষ্কার ও আরামদায়ক বিছানার চাদর যেমন আমাদের স্বাচ্ছন্দ্য দেয়, তেমনি ভালো করে দেয় মনও। এক চাদর খুব বেশিদিন না বদলে রেখে দেওয়া ঠিক নয়। এতে বিভিন্ন ধরনের চর্মরোগের ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি সপ্তাহে একবার বিছানার চাদর বদলে ফেলা স্বাস্থ্যকর অভ্যাস। তবে চাইলে সেটা টেনেটুনে দুই সপ্তাহ পর্যন্ত করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই এর বেশি সময় এক চাদর বিছিয়ে রাখা ঠিক নয়। অনেকেই মাসে একবার বিছানার চাদর বদলান। এটি ভালো অভ্যাস নয়।

দিনের পর দিন নোংরা চাদর ব্যবহার করলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে 

  • নোংরা চাদর ব্রণের কারণ হতে পারে। বাইরে থেকে ঘেমে গোসল না করেই বিছানায় শুয়ে পড়লে সেই ঘাম থেকে ব্যাকটেরিয়া বাসে বাঁধতে পারে চাদরে। ত্বকের কোষে সেই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলেই ব্রণ হয়।
  • পরিষ্কার না করে অনেক দিন ধরে একই চাদর ব্যবহার করে গেলে ত্বকে ছত্রাকঘটিত সংক্রমণের ঝুঁকি থেকে যায়।
  • খুশকির সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত খুশকির কারণে বাড়তে পারে চুল পড়ার প্রবণতা।

জেনে নিন

  • বাইরে থেকে ফিরেই বিছানায় শুয়ে পড়বেন না। গোসল করে ও বাইরের কাপড় বদলে তবেই বিছানায় বসুন। এতে সহজে ময়লা হবে না বিছানার চাদর।
  • ঘুমাতে যাওয়ার ঠিক আগেই গা, হাত-পায়ে ক্রিম মাখবেন না।
  • মেকআপ না উঠিয়ে চাদরে শোবেন না।
  • বিছানায় বসে খাবার খাবেন না।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন