English

20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

ক্যানসার নিরাময়ে কেন আলোচনার তুঙ্গে লেমনগ্রাস?

- Advertisements -

প্রাকৃতিক উদ্ভিজ্জ নির্যাস নিয়ে চলমান গবেষণায় ক্যানসার চিকিৎসায় এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে লেমনগ্রাস এবং ড্যান্ডেলিয়ন মূলের নির্যাস ক্যানসার কোষ ধ্বংসে কেমোথেরাপির চেয়েও কার্যকর ভূমিকা পালন করতে পারে।

মহামারি বিশেষজ্ঞ নিকোলাস হুলশার একটি গবেষণার বরাত দিয়ে জানান, লিম্ফোমা ক্যানসার আক্রান্ত ইঁদুরের ওপর লেমনগ্রাসের নির্যাস প্রয়োগ করে মাত্র ১৫ দিনে টিউমারের আকার ৯৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হয়েছে। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, এই চিকিৎসায় কোনো বিষক্রিয়া বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

বিজ্ঞানীদের মতে, লেমনগ্রাসের নির্যাস শরীরের সুস্থ কোষগুলোকে অক্ষত রেখে কেবল ক্যানসার কোষগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালায়। এটি মূলত ‘অ্যাপোপটোসিস’ বা কোষের পরিকল্পিত মৃত্যু ঘটানোর মাধ্যমে কাজ করে। এই প্রক্রিয়ায় টিউমার কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় এবং কোষের শক্তি উৎপাদনকারী কেন্দ্র মাইটোকন্ড্রিয়া অচল হয়ে পড়ে, ফলে টিউমার কোষগুলো মারা যায়।

লিম্ফোমা এবং লিউকেমিয়ার মতো কঠিন ক্যানসার কোষের ক্ষেত্রেও এই উদ্ভিজ্জ নির্যাস অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। এছাড়া ড্যান্ডেলিয়ন মূলের নির্যাস নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, এটি কোলন ক্যানসারের টিউমার বৃদ্ধিতে ৯০ শতাংশের বেশি বাধা দিতে সক্ষম।

লেমনগ্রাসে থাকা সাইট্রাল এবং বিভিন্ন ধরনের পলিফেনল উপাদান কেবল ক্যানসার নয়, বরং উচ্চ রক্তচাপ কমাতেও সহায়ক ভূমিকা পালন করে। এশিয় দেশগুলোতে লেমনগ্রাস সূপ বা রান্নায় মসলা হিসেবে ব্যবহৃত হলেও এর ঔষধি গুণাগুণ এখন বিশ্বজুড়ে বিজ্ঞানীদের নজর কাড়ছে।

গবেষণায় দেখা গেছে, লেমনগ্রাস চা উচ্চ রক্তচাপ কমাতে কার্যকর এবং এটি রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে। বর্তমানে প্রাক-ক্লিনিক্যাল পর্যায়ে থাকা এই গবেষণাগুলো উদ্ভিজ্জ এই উপাদানটির নিরাপত্তাও নিশ্চিত করেছে।

গবেষকরা বলছেন, সাধারণ কেমোথেরাপি যেখানে ক্যানসার কোষের পাশাপাশি সুস্থ কোষের ক্ষতি করে এবং শরীরে বিষক্রিয়া ছড়ায়, সেখানে লেমনগ্রাস বা ড্যান্ডেলিয়নের মতো সহজলভ্য উদ্ভিদ কোনো ক্ষতি ছাড়াই ক্যানসার কোষ ধ্বংস করছে।

যদিও এখনও মানুষের ওপর এর ক্লিনিক্যাল ট্রায়াল বা চূড়ান্ত পরীক্ষা বাকি রয়েছে, তবে প্রাথমিক ফলাফলগুলো ক্যানসার চিকিৎসায় এক বিপ্লব ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীরা এখন সাশ্রয়ী এবং বিষক্রিয়ামুক্ত এই প্রাকৃতিক উপাদানগুলোকে মূলধারার ক্যানসার চিকিৎসায় অন্তর্ভুক্ত করার ওপর জোর দিচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5xud
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন