English

32 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
- Advertisement -

গোসল করানোর আগে না পরে শিশুদের তেল মালিশ করবেন

- Advertisements -
Advertisements
Advertisements

হাড়ের জোর বাড়িয়ে তুলতে ও ত্বক ভালো রাখতে তেল মালিশের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই জন্মের কয়েকদিন পর থেকেই বাচ্চাদের তেল মালিশ করানোর রেওয়াজ রয়েছে প্রায় সব বাড়িতেই।

হাড়ের গঠন থেকে রক্ত সঞ্চালন— মালিশ করলে সবই ভালো হয়। তবে সদ্যোজাত বা মাস ছয়েকের শিশুদের তো যেমন তেমনভাবে তেল মাখানো যায় না। তার জন্য জানতে হবে সঠিক পদ্ধতি। ত্বক ভালো রাখার জন্য কী তেল ব্যবহার করছেন, সেটিও মাথায় রাখা প্রয়োজন।
মালিশ করার সঠিক পদ্ধতি কী?শিশুর শরীর, হাত-পায়ে ব্যথা হতে পারে ভেবে অনেকেই বেশ জোর দিয়ে তেল মালিশ করেন। তাতে হিতে বিপরীত হতে পারে। বয়স এক বছর না হওয়া পর্যন্ত শিশুদের মালিশ করতে হবে অত্যন্ত সাবধানে। তেল মাখাতে গেলেই সদ্যোজাতরা কান্নাকাটি শুরু করতে পারে। তাই পা থেকে মালিশ শুরু করা যেতে পারে।

কী ধরনের তেল দিয়ে শিশুদের মালিশ করানো যায়?
অনেকেই সর্ষে, অলিভ বা নারকেল তেল দিয়ে শিশুদের মালিশ করান। তবে সদ্যোজাতদের ত্বক খুবই স্পর্শকাতর হয়। তাই এ ধরনের তেল ব্যবহার করতে বারণ করেন চিকিৎসকরা। বদলে তাদের জন্য বিশেষভাবে তৈরি তেল ব্যবহার করা যেতেই পারে। বহু সংস্থাই শুধুমাত্র শিশুদের জন্য প্রসাধনী তৈরি করে। সেগুলো ব্যবহার করা নিরাপদ।

মালিশ করানোর নির্দিষ্ট সময় আছে কী?
সদ্যোজাতকে কবে থেকে তেল মালিশ করাতে পারেন, সেই বিষয়ে আগে শিশুটির চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন। সাধারণত গরমকালে স্নানের আগে ও শীতকালে স্নানের পরে বাচ্চাদের তেল মালিশ করাতে বলা হয়। তেল ছাড়া যদি ক্রিম বা লোশন দিয়ে মালিশ করতে হয় তাহলে বিকেলে বা ঘুমোনের আগেও তা করা যেতে পারে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন