English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

ঘন ঘন আঙুল মটকান, আসুন জেনে নিই কী হতে পারে

- Advertisements -
কথার ফাঁকে বা কাজের মাঝে আঙুল মটকানোর অভ্যাস রয়েছে অনেকের। দুই আঙুলের চাপে হওয়া ওই আওয়াজেই স্বস্তি পান অনেকে। এই অভ্যাস ঘিরে নানাবিধ ধারণা রয়েছে। কেউ বলেন, হাতের গাঁটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ আবার ভাবেন, দুই আঙুলের ঘর্ষণে এই শব্দ হয়।
বছরের পর বছর ধরে এই অভ্যাস নিয়ে নানা ভুল ধারণা জমেছে। কিন্তু চিকিৎসকদের মতে, বাস্তব চিত্রটা এমন নয়।

সম্প্রতি ফ্লোরিডার অস্থিরোগ চিকিৎসক ডেভিড আব্বাসি তার সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। আঙুল মটকানো থেকে উৎপন্ন আওয়াজ কীভাবে তৈরি হয়, তার ফলাফল কী, সেসব বিষয়ে বিস্তারিত বলেছেন সেখানে।

আঙুল মটকানোর সময় যে শব্দ শোনা যায়, তা আসলে হাড়ের সঙ্গে হাড়ের সংঘর্ষের কারণে তৈরি হয় না।
গাঁটগুলোর ভেতরে যে বিশেষ তরল থাকে, তার মধ্যে গ্যাস মিশে থাকে। হঠাৎ করে আঙুল টানলে বা চাপ দিলে সেই তরলের ভেতরের চাপে হেরফের হয়। তখন ছোট ছোট গ্যাসের বুদ্বুদ তৈরি হয় এবং মুহূর্তের মধ্যেই ভেঙে যায়।
সেই ভাঙনের সময়ই ওই পরিচিত শব্দটি শোনা যায়। অর্থাৎ শব্দটা তৈরি হয় গাঁটের ভেতরে পরিবর্তনের কারণে, হাড়ের ক্ষয়ের জন্য নয়।

চিকিৎসক বলছেন, গবেষণাতেও এমন কোনো প্রমাণ মেলেনি যে আঙুল মটকালে তা থেকে আর্থরাইটিস হতে পারে। তবে বারবার এবং জোরে জোরে আঙুল মটকানোর অভ্যাস থেকে অন্য সমস্যা হতে পারে। অতিরিক্ত টান পড়লে গাঁটের চারপাশের নরম টিস্যু দুর্বল হয়ে যেতে পারে।

সময়ের সঙ্গে হাতে জিনিস ধরার শক্তি কিছুটা কমে যেতে পারে। অর্থাৎ অভ্যাস যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমস্যার।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/486n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন