ছোট-বড় সবারই পছন্দের এক ফাস্টফুড হলো চিকেন স্যান্ডউইচ। ছোট খিদের বড় সমাধান এটি। বেশিরভাগ মানুষই ফাস্টফুডের দোকান কিংবা রেস্টুরেন্ট থেকে কিনে খান মজার এই খাবার।
তবে চাইলে ঘরেও কিন্তু আপনি দৈরি করতে পারেন চিকেন স্যান্ডউইচ। তাও আবার স্বাস্থ্যকর উপায়ে ও কম পরিশ্রমেই। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. চিকেন থাই চামড়া ও হাড় ছাড়িয়ে নিতে হবে পরিমাণমতো
 ২. ব্রাউন সুগার ২ টেবিল চামচ
 ৩. প্যাপরিকা ১ চা চামচ
 ৪. জিরা বাটা ৩/৪ চা চামচ
 ৫. শুকনো মরিচ বাটা আধা চা চামচ
 ৬. আদা বাটা ১/৪ চা চামচ
 ৭. লবণ ১/৮ চা চামচ
 ৮. তেল ২ চা চামচ
 ৯. পেঁয়াজ কুঁচি আধা ১/২ কাপ
 ১০. মরিচ গুঁড়া ১ চা চামচ
 ১১. রসুনের গুঁড়া আধা চা চামচ
 ১২. কেচাপ ১ কাপ
 ১৩. ভিনেগার ২ টেবিল চামচ ও
 ১৪. বার্গার বান ৮টি টোস্ট করে নিতে হবে।
পদ্ধতি
প্যান কিংবা গ্রিলকে মিডিয়াম আঁচে প্রিহিট করে নিন। তারপর ১-৭ নম্বরের সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে মেখে নিন মেরিনেটের জন্য। অন্তত আধা ঘণ্টা চিকেন মেরিনেট করে রাখুন।
