কালো আঙুর খেলে স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমন ত্বকের জন্যও উপকারি। ত্বক বিশেষজ্ঞরা বলেন, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই ফলটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে।
চলুন জেনে নেই ত্বকের যত্নে কালো আঙুর ব্যবহারের কিছু ঘরোয়া পদ্ধতি:
শুষ্ক ত্বকের সেরাম হিসেবে: যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তারা ময়েশ্চারাইজার ব্যবহার করার আগে মুখে সেরাম মাখেন। বাজার চলতি সেরাম ব্যবহার করতে না চাইলে কালো আঙুরের রস মাখতে পারেন।
ত্বকের টোনার হিসেবে: মুখে ওপেন পোরস্-এর সমস্যা থাকলে মুখ ধোয়ার পর টোনার ব্যবহার করতে বলেন রূপ বিশেষজ্ঞরা। দোকান থেকে কেনা গোলাপ জল বা টোনার ব্যবহার না করে ব্যবহার করতে পারেন কালো আঙুরের রস।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2q95