সকাল বা বিকেলের নাশতায় যদি কিছু ঝটপট ও মজাদার বানাতে চান, তাহলে পাউরুটি আর সামান্য মুরগি থাকলেই তৈরি করে ফেলতে পারেন চিকেন ব্রেড বল। খুব সহজ রেসিপি, সময়ও লাগবে না বেশি। চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন এই মুখরোচক নাশতাটি।
উপকরণ
সিদ্ধ করা মুরগির বুকের মাংস – ২৫০ গ্রাম
পাউরুটি – ৬টি
কাঁচা মরিচ কুচি – ১ চা চামচ
চিলি ফ্লেক্স – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
ক্যাপসিকাম কুঁচি – ১ কাপ (ঐচ্ছিক)
ধনেপাতা কুঁচি – ½ কাপ
মেয়োনেজ – ২ টেবিল চামচ
টমেটো সস – ২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
ব্রেড ক্রাম্বস/বিস্কুটের গুঁড়া – ৩ কাপ
তেল – ভাজার জন্য
তৈরি করার পদ্ধতি
মুরগির মিশ্রণ তৈরি করুন
সিদ্ধ করা মুরগির মাংস ভালোভাবে চটকে নিন।
এরপর এতে কাঁচা মরিচ, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, ক্যাপসিকাম, ধনেপাতা, মেয়োনেজ, টমেটো সস ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
পাউরুটি প্রস্তুত করুন
এক বাটিতে অল্প পানি নিন। প্রতিটি পাউরুটির টুকরার এক পাশ ১–২ সেকেন্ড পানিতে ডুবিয়ে তুলে নিন। তারপর হাত দিয়ে চেপে সমান করে নিন।
বল তৈরি করুন
সমান করা পাউরুটির ওপর ১–২ টেবিল চামচ চিকেন মিশ্রণ দিয়ে গোল করে বলের মতো করে নিন।
কোটিং করুন
তৈরি করা বলগুলোকে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন।
ভাজুন
চুলায় তেল গরম করে মাঝারি আঁচে বলগুলো ডুবোতেলে ভাজুন। দুই পাশ ভালোভাবে সোনালি হলে নামিয়ে টিস্যুর ওপর রাখুন যেন অতিরিক্ত তেল ঝরে যায়।
পরিবেশন
গরম গরম চিকেন ব্রেড বল পরিবেশন করুন পছন্দের সস বা কেচাপের সাথে। চা-বিস্কুটের বদলে এই স্ন্যাকস রাখলে সকালের বা বিকালের নাশতায় জমে উঠবে স্বাদ ও পুষ্টি।