English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
- Advertisement -

ফেলে দেওয়া চা-কফিতে চুলের যত্ন

- Advertisements -

এই ঋতুতে চুলের বৃদ্ধি বাড়ানোর জন্য যদি প্রাকৃতিক কোনো উপায় খুঁজে থাকেন, তাহলে চা ও কফি দিয়ে চুল ধোয়ার কথা ভাবতেই পারেন। চা কিংবা কফি শুধু ক্লান্তি দূর করতেই কাজ করে না, চুলকে সুন্দর ও প্রাণবন্ত রাখতেও এর ভূমিকা উল্লেখযোগ্য।

চা ও কফি বহুযুগ ধরেই প্রাকৃতিক কেশচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, যদি চা কিংবা কফিতে দুধ বা চিনি না থাকে, তাহলে তা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং চুলের যত্নে ব্যবহার করলে মিলতে পারে একাধিক উপকার।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চা ও কফিতে থাকা ক্যাফেইন নতুন চুল গজাতেও বিশেষভাবে সহায়তা করে। পাশাপাশি শীতকালে যে খুশকির সমস্যা বাড়ে, তা দূর করতেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

চা দিয়ে চুলের যত্ন
চা পান করার পর কাপে পড়ে থাকা চয়ের সঙ্গে সামান্য গরম পানি মিশিয়ে নিন। মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় এলে স্ক্যাল্পে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। প্রায় ১০ মিনিট ভালো করে ম্যাসাজ করার পর আরও ১০ মিনিট অপেক্ষা করুন, যাতে উপাদানগুলো মাথার ত্বকে কাজ করতে পারে।

চা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানে সমৃদ্ধ। পাশাপাশি এতে থাকা অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়। সপ্তাহে দু-তিন বার নিয়মিত এভাবে ব্যবহার করলে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকবে, স্ক্যাল্প থাকবে সুস্থ, আর নতুন চুল গজাতেও সহায়তা করবে।

কফি দিয়ে চুলের যত্ন
মাথার ত্বকে ধুলা, ময়লা ও অতিরিক্ত সিবাম জমে গেলে চুলের বৃদ্ধি ব্যাহত হতে পারে। অপরিষ্কার স্ক্যাল্প থেকে সংক্রমণের আশঙ্কাও থাকে। কফি মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে এবং চুলে আনে স্বাভাবিক ঝলমলে ভাব।

কফির মূল উপাদান ক্যাফেইন হেয়ার ফলিকলকে পুষ্টি জোগাতে বিশেষভাবে সাহায্য করে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়।এতে থাকা ফ্ল্যাভোনয়েডস জাতীয় উপাদান চুলের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়ক। অকাল পক্বতা রোধ করতেও কফির ভূমিকা উল্লেখযোগ্য।

চায়ের মতোই কাপে পড়ে থাকা কফির সঙ্গে সামান্য গরম পানি মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে কয়েক মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন, তারপর প্রায় ২০ মিনিট রেখে দিন।

যাদের মাথার ত্বক শুষ্ক, তারা কফির সঙ্গে সামান্য নারিকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর খুশকি বা স্ক্যাল্পে মৃতকোষ জমে থাকার সমস্যা থাকলে কফির সঙ্গে দানাদার চিনি যোগ করে ভেজা মাথার ত্বকে প্রায় ১৫ মিনিট ম্যাসাজ করুন। এতে এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে এবং স্ক্যাল্প থাকবে পরিষ্কার ও সতেজ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0f47
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন