English

30.2 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

শীতে পানিশূন্যতা: যেসব লক্ষণে সতর্ক হবেন

- Advertisements -
গরমের সময় আমাদের শরীর যেমন ডিহাইড্রেট বা পানিশূন্য হয়, তেমনি শীতেও আমরা কম পানি পান করি। এই সময়টাতে আমরা তরল খাবারের প্রতি কম মনোযোগ দিই। শীতে তেষ্টা কম পাওয়ার মানে এই নয় যে শরীরে পানির প্রয়োজন হয় না। শীতের মৌসুমে পানি কম খেলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। শীতে শরীরে পানির অভাবে নানা রোগের ঝুঁকিও বেড়ে যায়।নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, শীতকালে পানিশূন্যতার আশঙ্কা বেশি দেখা দেয়। যেহেতু এই মৌসুমে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে মানুষ পিপাসা অনুভব করে না, তাই পর্যাপ্ত পানি পান করতেও ভুলে যায়। আমরা শীতকালে গরম পোশাক পরি, যার ফলে শরীর আরো বেশি গরম হয়ে যায়। ঠাণ্ডা ও শুষ্ক বাতাসে ঘাম আরো দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়।

চিকিৎসাবিজ্ঞানের মতে, আমাদের শরীরের ৩০ শতাংশ তরল এবং বাকি ৭০ শতাংশ অস্থি ও মজ্জা নিয়ে গঠিত। এই কারণেই বিশেষজ্ঞরা পানিকে জীবনের সঙ্গে তুলনা করেছেন। মানুষ খাবার ছাড়া কিছু সময় বাঁচতে পারলেও পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তাই পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না।

​এই সমস্যাটিকে হালকাভাবে নেবেন না
সাধারণত আমরা সবাই পানিশূন্যতাকে খুব হালকাভাবে নিই। পানিশূন্যতার কারণে বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হন। তাই জেনে নিন শরীরের সেই সাধারণ উপসর্গগুলো সম্পর্কে, যেগুলো আপনার শরীরে পানির অভাবকে নির্দেশ করে। যাতে এই লক্ষণগুলোর ভিত্তিতে আপনি অবিলম্বে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

পানিশূন্যতার সাধারণ লক্ষণ

  • শরীরে পানির অভাব হলে ঠোঁট খুব শুষ্ক হয়ে যায় এবং ত্বক ফাটতে শুরু করে। অনেক সময় ঠোঁট থেকে রক্ত বেরোতেও দেখা যায়।
  • পানির অভাবে গলা ক্রমাগত শুষ্ক থাকে এবং বারবার তৃষ্ণা লাগে। বারবার পানি পান করলেও পিপাসা দূর হয় না।
  • শরীরে পানির অভাবের ফলে বুকে হালকা জ্বালাপোড়া, এসিডিটি বা পেটে অস্বস্তি পর্যন্ত হতে পারে। এর সঙ্গে শ্বাসকষ্ট এবং ক্রমাগত দুর্গন্ধ বের হয়। এমনকি দাঁত ব্রাশ করার পরও নিঃশ্বাসে দুর্গন্ধ অনুভব হতে পারে।

কী কী সমস্যা হতে পারে?
পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য, এসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। শীতে ত্বকে শুষ্কতা বাড়তে থাকে এবং ত্বকের সমস্যা বাড়তে থাকে। পানির অভাবে শরীরে ইলেক্ট্রোলাইটের মাত্রা অনেক কমে যায়।

পুষ্টিবিদ নীলাক্ষী তনিমার মতে, শুধু গরমকালে শরীরে পানিশূন্যতার সমস্যা দেখা দেয় তা নয়, শীতকালেও এই সমস্যা থাকে। শরীরে পানির অভাব হলেই শরীরে এর লক্ষণ দেখা দিতে শুরু করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3u4h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন