English

26.1 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
- Advertisement -

স্বাস্থ্যরক্ষায় সরিষার তেল কতটা উপকারী?

- Advertisements -
বাঙালির খাদ্য-সংস্কৃতিতে সরিষার তেলের অবস্থান দীর্ঘদিনের। ইলিশ হোক বা আলুভর্তা, রান্নায় একফোঁটা কাঁচা তেল না পড়লে যেন স্বাদই ঠিক আসে না। শুধু খাওয়া নয়, শরীরচর্চা, শিশুর যত্ন এমনকি শীতে গায়ে মালিশ, সব জায়গাতেই এর ব্যবহার। তবে প্রশ্ন হচ্ছে, এত ব্যবহার যার, সেই সরিষার তেল কি শরীরের জন্য সত্যিই ভালো? পুষ্টিবিদদের মতে, এ তেল শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।
চলুন, জেনে নিই এর কিছু গুরুত্বপূর্ণ গুণাগুণ। 

হৃদরোগ প্রতিরোধে সহায়ক
সরিষার তেলে রয়েছে এমন উপাদান, যা রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল কমিয়ে ‘ভালো’ কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে।

প্রদাহ রোধ করে
এই তেলে থাকা প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের অতিরিক্ত প্রদাহ কমায়। ফলে আর্থ্রাইটিস, অস্থিসন্ধির ব্যথা কিংবা স্নায়ুর ব্যথা উপশমে সহায়ক।

ত্বকের যত্নে
ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ হওয়ায় সরিষার তেল ত্বককে পুষ্টি জোগায়, শুষ্কতা কমায় এবং ত্বককে উজ্জ্বল রাখে।

হজমে সাহায্য করে
রান্নায় অল্প পরিমাণে এ তেল ব্যবহার করলে তা হজমের এনজাইম নিঃসরণে সহায়তা করে, ফলে খাবার সহজে হজম হয়।

মালিশে রক্ত সঞ্চালন উন্নত করে
পেশি ও অস্থিসন্ধিতে নিয়মিত সরিষার তেল মালিশ করলে রক্ত চলাচল ভালো হয়।

এতে পেশির দুর্বলতা, শক্তভাব ও ব্যথা কমে।

শরীর গরম রাখতে সাহায্য করে
এই তেল শরীরের স্বাভাবিক উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে। সর্দি-কাশির সমস্যা থাকলে বুকে মালিশ করাও উপকারী। এমনকি খাবারের মাধ্যমেও এর সুফল মেলে।

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের দিক থেকেও সরিষার তেল বাঙালির জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহু বছর ধরে।

তবে যেকোনো তেলের মতোই, পরিমিত ব্যবহারই এখানে মূল চাবিকাঠি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d5m8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন