হাজার টাকা খরচ করে পার্লারে পেডিকিউর-মেনিকিউর করে আসার একদিন পরই আবার নখগুলো উজ্জ্বলতা হারিয়ে হলদেটে হতে থাকে। এমন অবস্থা থেকে মুক্তি পেতে দুই মিনিটে নখ ঝকঝকে রাখার ঘরোয়া উপায় জেনে নিন।
খুব সহজ, শুধু একটু সাদা যেকোনো টুথপেস্ট নিন। প্রতিটি নখে একটু বেশি করে পেস্ট লাগিয়ে এক মিনিট রেখে ব্রাশ ভিজিয়ে আরও এক মিনিট নখ ঘষে পানি দিয়ে ধুয়ে নিন।
এবার পছন্দের ময়েশ্চারাইজার লোশন লাগিয়ে নিয়ে নিলেই হলো। সহজেই পেয়ে যাবেন ঝকঝকে পরিষ্কার নখ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/eqcz