English

28 C
Dhaka
শুক্রবার, জুন ৯, ২০২৩
- Advertisement -

২ মিনিটে মাইক্রোওয়েভ ওভেনে বানান মগ কেক

- Advertisements -

কর্মব্যস্ততার কারণে ইচ্ছা থাকা স্বত্ত্বেও অনেক সময় স্বল্পতার কারণে পছন্দের খাবার তৈরি করা হয়ে ওঠে না। ব্যস্ত এই সময়ে মগ কেক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এটি বানানো অনেক সহজ। এতে সময়ও লাগে কম।

যেভাবে বানাবেন মগ কেক

Advertisements

উপকরণ :  ৪ টেবিল চামচ ময়দা, ৪ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ কোকো পাউডার, ১টি মাঝারি আকৃতির ডিম, ৩ টেবিল চামচ দুধ, ৩ টেবিল চামচ তেল, ২/৩ ফোঁটা ভ্যানিলা এসেন্স অথবা যেকোনো ফ্লোভারের এসেন্স, ২ টেবিল চামচ চকলেট চিপস, বাদাম অথবা কিসমিস

পদ্ধতি
প্রথম ধাপ :  প্রথমে একটি বড় কাচের মগের ভেতর ৪ টেবিল চামচ ময়দা, ৪ টেবিল চামচ চিনি, ২ চামচ কোকো পাউডার ভালো করে মিশিয়ে নিন। এক্ষেত্রে বড় মগ ব্যবহার করা জরুরি কারণ মিশ্রণগুলো উপচে পড়ে যেতে পারে।

Advertisements

দ্বিতীয় ধাপ : এবার ডিমটি ফাটিয়ে ভালো করে বিট করে মিশ্রণটিতে ঢেলে এমনভাবে মেশাতে হবে যাতে ভেতরে শুকনা না থাকে।

তৃতীয় ধাপ : এখন ৩ টেবিল চামচ দুধ, ৩ টেবিল চামচ তেল এবং কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স মিশ্রণটি যোগ করে ভালোভাবে মেশান। মিশ্রণটির মধ্যে চকলেট চিপস, বাদাম অথবা কিসমিস দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিন।

চতুর্থ ধাপ : এখন মিশ্রণটি মগে ভরে ওভেনের ঠিক মাঝখানে রেখে হাই হিটে দেড়/দুই মিনিট বেক করতে হবে। যখনই মিশ্রণটি কেক হয়ে ফুলে উঠবে সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার মগ কেক।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন