আদা ও হলুদ বহুল ব্যবহৃত ভেষজ উপাদান, যা প্রতিদিনের রান্না ও পানীয়তে ব্যবহৃত হয়ে আসছে। পরিমিত মাত্রায় আদা ও হলুদ স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অতিরিক্ত গ্রহণে ক্ষতির আশঙ্কা রয়েছে।
হলুদের প্রধান উপাদান কারকিউমিন প্রদাহ কমাতে সাহায্য করে এবং সর্দি-কাশির মতো সমস্যায় উপকার দেয়। অন্যদিকে আদা কাশি ও গলাব্যথা উপশমে কার্যকর।
তবে অতিরিক্ত আদা বা হলুদ খেলে বুক জ্বালাপোড়া, পেটের অস্বস্তি, পাতলা পায়খানা কিংবা অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিছু ওষুধের সঙ্গে অতিরিক্ত আদা বা হলুদ গ্রহণ করলে ওষুধের কার্যকারিতাও ব্যাহত হতে পারে।
খাদ্য ও পুষ্টিবিদরা বলেন, স্বাভাবিক রান্না ও পানীয়তে ব্যবহৃত আদা-হলুদ নিরাপদ।
