ভিটামিন এ, বি, সি, সহ ক্যালসিয়ামের ভাণ্ডার এই শাক নিয়মিত খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয়। আপনার শরীরে যদি রক্তাল্পতার মতো সমস্যা থাকে তাহলে এই শাক মহৌষধি সম্পন্ন আপনার জন্য। শুধু তা-ই নয়, কোলেস্টরেলের মতো সমস্যা থাকলেও এই শাক অনেক উপকারে আসে।
কচু শাক ওজন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই পাতায় ফ্যাট একেবারেই নেই, উল্টো প্রোটিনের পরিমাণ বেশি। সঙ্গে কচু শাকে ফাইবারের পরিমাণও বেশি। এই দুটিই পুষ্টি শরীরের চর্বি কমাতে এবং পেশি বৃদ্ধি প্রচার করতে সাহায্য করে। এই শাক ফিটনেস বাড়াতেও কাজ করে।
ডায়াবেটিক রোগীদের জন্যও বেশ কার্যকর খাবার হতে পারে কচু শাক। এই শাকের গ্লাইসেমিক একক বেশ কম। পাশাপাশি, প্রচুর পরিমাণ ফাইবার থাকায় এই শাক খেলে আচমকা রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার প্রবণতা কমে।