আসবাবের এই দাগে আমাদের চিন্তার যেন শেষ নেই। এই ছত্রাক যেমন আসবাবের ক্ষতি করেন, তেমনই আবার বাড়ির মানুষের জন্যও ক্ষতিকর।
আসবাব প্রতিদিন পরিষ্কার করেও যদি লাভ না হয়, তবে ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা মেটাতে পারেন। রইল সে টিপস:
কাঠের আসবাবে ধুলা জমতে দেবেন না। পারলে প্রতিদিন নরম কাপড় দিয়ে কাঠের আসবাবের ধুলো ঝেড়ে নিন। তা সম্ভব না হলে সপ্তাহে দুই দিন অন্তর অন্তর আসবাব পরিষ্কার করতে পারেন।
কাঠকে সমস্ত রোগব্যাধি থেকে দূরে রাখতে পারে পালিশ। তাই বছরে অন্তত একবার যেকোনো সময় পালিশ করিয়ে নিন। তাতে আসবাবের আয়ু বাড়বে। আবার ঘরের শোভাও বৃদ্ধি পাবে।
অতিরিক্ত তাপ কিংবা সরাসরি সূর্যালোক কাঠের আসবাবের জন্য ক্ষতিকর। তাই সূর্যালোক থেকে কাঠের আসবাব দূরে রাখুন। জানালার পাশে থাকা আসবাবকে সরাসরি রোদ থেকে বাঁচাতে অবশ্যই পর্দা ব্যবহার করুন।
কাঠের আসবাবে কোনো কারণে পানি লাগলেই সমস্যা। ছত্রাকের সমস্যা আরো বেড়ে যেতে পারে। তাই পানি লাগলে তড়িঘড়ি নরম সুতির কাপড় দিয়ে মুছে ফেলুন।
এই উপায়গুলো অবলম্বন করলে কাঠের আসবাব ছত্রাকমুক্ত করা সম্ভব। এরপরও যদি না হয়, তাহলে নিজের ঘর স্যাঁতস্যাঁতে কি না, সেদিকে খেয়াল রাখুন।