English

29.4 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
- Advertisement -

খালি পায়ে শিশির ভেজা ঘাসে

- Advertisements -

শরতের সকালে শিউলি পড়া শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটছেন? এটার অনুভুতিই আলাদা এবং বিষয়টি অনেক ভালো লাগার।
আর খালি পায়ে ভেজা ঘাসে হাঁটার উপকারিতাও কিন্তু অনেক।

•   ভোরবেলা খালি পায়ে ঘাসে হাঁটলে মন শান্ত থাকে
•    হাঁটার মাধ্যমে ফ্রেশ অক্সিজেন গ্রহণ করা যায়
•    সূর্যের আলো দেহে ভিটামিন ডি’র পরিমাণ বাড়িয়ে দেয়
•    চোখের জন্যও ঘাসের সবুজ রং বেশ উপকারি
•    ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে
•    পায়ের গোড়ালি ও পায়ের পেশি মজবুত হয়
•    হাঁটু ও পিঠের ব্যথা দূর করে।

আসুন প্রতিদিন সকালে ঘাসের ওপর কয়েক মিনিট হাঁটার অভ্যাস করি। শরীর-মন দুই-ই ভালো থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kt30
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন