তীব্র গরমে ঘাম থেকে বাঁচতে কিংবা মেকআপ তুলতে সব থেকে যেটি বেশি ব্যবহার হয় সেটি হলো ওয়েট টিস্যু বা ওয়াইপস। এতে মুখের প্রয়োজনীয় আর্দ্রতা হারায় না। এবং ঠাণ্ডা ভিজে টিস্যু মুখের ত্বককে আরাম দেয়। কিন্তু ঘন ঘন ওয়েট টিস্যু ব্যবহার মোটেই ভালো নয়। উপকারের থেকে এতে অপকার বেশি হতে পারে।
গবেষণায় উঠে এসেছে, ওয়েট ওয়াইপস ব্যবহার করলে শিশুদের অ্যালার্জির সমস্যা কয়েকগুণ বেড়ে যায়। কারণ হিসেবে জানা গেছে এই বস্তুটির আছে সোডিয়াম লরিল সালফেট। এটি শিশুর স্পর্শকাতর ত্বকের জন্যে খুবই ক্ষতিকর।
ওয়েট ওয়াইপের মধ্যে থাকা আর এক রাসায়নিক মিথাইল ক্লোরিসেথিয়া জোলাইন বড়দের ত্বকের জন্যও ক্ষতিকর। গবেষকদের মতে ঘন ঘন ওয়েট ওয়াইপস ব্যবহার করলে এর প্লাস্টিক ও রাসায়নিক ধীরে ধীরে শরীরের নানা কোষে জমতে থাকে। ফলে ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে এই টিস্যু বা ওয়াইপস।
আবার একই ওয়াইপস বিভিন্ন জিনিস পরিষ্কার করার কাজে ব্যবহার করলে ব্যাকটেরিয়া কমার বদলে উল্টো ছড়াতে পারে। অধিকাংশ ওয়াইপসে রয়েছে প্লাস্টিকের তন্তু যা প্রাকৃতিকভাবে পচনশীল নয় এবং সেটা ফেলে দেওয়ার পর তা জলাশয়ে গিয়ে পড়লে জলজপ্রাণী সেটা খেলে মারাও যেতে পারে।
চিকিৎসকদের মতে,টিস্যুর পরিবর্তে সাধারণ রুমাল পানিতে ভিজিয়ে মুখে ব্যবহার করা ভালো। আর মেক আপ তোলার ক্ষেত্রেও পেট্রোলিয়াম জেলি ও ভিজে রুমাল ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।