English

28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
- Advertisement -

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সতর্কতা

- Advertisements -

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন গুগল ক্রোম ব্যবহার করেন। কিন্তু সম্প্রতি একাধিক ভয়াবহ নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় গুগল জরুরি সতর্কতা জারি করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে—আপনি যদি উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্রোম ব্যবহার করেন, তাহলে এখনই ব্রাউজারটি আপডেট করা জরুরি।

গুগলের তথ্য অনুযায়ী, ক্রোমের একটি ইঞ্জিন কম্পোনেন্টে পাওয়া দুর্বলতাগুলো (security vulnerability) কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে ব্যবহারকারীর ডিভাইসে অননুমোদিতভাবে প্রবেশ করতে পারে। এর মাধ্যমে তারা ম্যালওয়্যার ইনস্টল, ব্যক্তিগত তথ্য চুরি বা এমনকি পুরো সিস্টেম নিয়ন্ত্রণ নেওয়ার মতো কাজও করতে পারে।

কোন ব্যবহারকারীরা সবচেয়ে ঝুঁকিতে
১. যারা ক্রোমের পুরোনো সংস্করণ ব্যবহার করছেন।
২. যারা সন্দেহজনক ওয়েবসাইটে ভিজিট করেন বা অচেনা লিংকে ক্লিক করেন।
৩. যারা যাচাইকৃত নয় এমন এক্সটেনশন ব্যবহার করেন।
৪. যারা নিয়মিতভাবে ব্রাউজার আপডেট করেন না।

নিরাপদ থাকার উপায়
১. এখনই আপডেট করুন: ক্রোমের সেটিংসে গিয়ে “Help → About Google Chrome” অপশন খুলে “Update Google Chrome” সিলেক্ট করুন। আপডেট সম্পন্ন হলে ব্রাউজার রিস্টার্ট করুন।
২. অচেনা লিংকে ক্লিক থেকে বিরত থাকুন: ইমেইল, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া সন্দেহজনক লিংকে প্রবেশ করবেন না।
৩. এক্সটেনশন ব্যবহারে সতর্কতা: শুধু বিশ্বস্ত উৎস (যেমন Chrome Web Store) থেকে এক্সটেনশন ইনস্টল করুন এবং নিয়মিত আপডেট রাখুন।
৪. ব্রাউজারের অস্বাভাবিক আচরণ খেয়াল করুন: ক্রোম হঠাৎ ধীর হয়ে গেলে, অজানা পপ-আপ দেখালে বা লগইন সমস্যা দেখা দিলে দ্রুত অ্যান্টিভাইরাস স্ক্যান চালান ও পাসওয়ার্ড পরিবর্তন করুন।
৫. ‘Safe Browsing’ ফিচার চালু রাখুন: এতে ক্ষতিকর ওয়েবসাইটে ঢোকার আগেই ক্রোম আপনাকে সতর্ক করবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই দুর্বলতাগুলো ক্রোম ব্যবহারকারীদের জন্য “উচ্চ ঝুঁকি” তৈরি করেছে। তাই যত দ্রুত সম্ভব সবাইকে ব্রাউজার আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/drb2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন