English

25 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

গোসলের পর কানে পানি ঢুকে যন্ত্রণা? যেভাবে মিলবে আরাম

- Advertisements -

প্রায় সময়ই দেখা যায় গোসল করার সময় বা চুল ধোওয়ার সময় কানে পানি ঢুকে যায়। যার ফলে সারা দিন ধরে ভারী ভাব, কান বন্ধের অনুভূতি এবং কানে একটি শব্দ শোনা যায়। অনেকেই ইয়ার বার্ড, দেশলাই কাঠি বা পিন ঢুকিয়ে পানি বের করার চেষ্টা করেন, কিন্তু তা করা বিপজ্জনক হতে পারে।

ইএনটি বিশেষজ্ঞরা বলছেন, ভুলভাবে পানি বের করলে কানের আঘাত, সংক্রমণ, এমনকি কানের পর্দার ক্ষতি হতে পারে।

ইএনটি বিশেষজ্ঞ ডা. (মেজর) হিমাংশু বায়াদ সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ব্যাখ্যা করেন, আপনার কানে যদি পানি ঢুকে যায়, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিছু সহজ ও নিরাপদ পদ্ধতি পানি দূর করতে সাহায্য করতে পারে।

চিকিৎসকের সুপারিশকৃত তিনটি কৌশল এখানে দেওয়া হলো—

প্রথম কৌশল : সোজা হয়ে দাঁড়ান। পানি ভর্তি কানের দিকে মাথা কাত করুন।
কানটি আলতো করে বাইরের দিকে টেনে আনুন। তারপর, একটি ছোট লাফ দিন। এতে পানি বাইরের দিকে সরে যাবে এবং মাধ্যাকর্ষণের কারণে এটি নিষ্কাশন হতে দেবে। এই পদ্ধতিটি তাৎক্ষণিকভাবে উপশম প্রদান করতে পারে এবং শিশুদের জন্য নিরাপদ।
দ্বিতীয় কৌশল : আপনার হাতের তালু কানের সঙ্গে শক্ত করে চেপে ধরুন। একটি শূন্যস্থান তৈরি করতে হালকা চাপ দিন। তারপর, হঠাৎ আপনার হাতের তালু সরিয়ে ফেলুন। চিকিৎসকরা বলছেন এটি একটি শোষণ প্রভাব তৈরি করে এবং আটকে থাকা তরল পদার্থ বের করে দেয়। এই পদ্ধতিটি বিশেষভাবে সহায়ক, যখন তরল পদার্থটি বাতাসের মাধ্যমে ভেতরে আটকে থাকে।

তৃতীয় কৌশল : এই পদ্ধতিটি খুব সাবধানে করতে হবে। প্রথমে একটি হেয়ার ড্রায়ার নিন এবং এটিকে কম তাপমাত্রায় চালু করুন। কান থেকে ড্রায়ারটি সামান্য দূরে রাখুন। গরম বাতাস কানে পৌঁছাতে দিন। এটি ৫-৬ বার চালু ও বন্ধ করুন। এতে ধীরে ধীরে ভেতরের পানি বাষ্পীভূত হয়ে শুকিয়ে যাবে, যার ফলে আটকে থাকার অনুভূতি দূর হবে। চিকিৎসকদের মতে, উচ্চ তাপমাত্রায় ড্রায়ার ব্যবহার করবেন না বা কানের খুব কাছে রাখবেন না।

কখন চিকিৎসকের সঙ্গে দেখা করা উচিত

এই পদ্ধতিগুলোর পরেও যদি সমস্যাটি অব্যাহত থাকে, তবে ইএনটি চিকিৎসকরা স্ব-চিকিৎসার বিরুদ্ধে সতর্ক করে দেন। অবিলম্বে একজন চিকিৎসকের সঙ্গে দেখা করুন যদি—

  • কানে তীব্র ব্যথা
  • পুঁজ বা রক্তপাত
  • মাথা ঘোরা, বিভ্রান্তি, অথবা শ্রবণশক্তি হ্রাস
  • আগে কানের অস্ত্রোপচার করা হয়েছে

কানে দেশলাইয়ের কাঠি, পিন বা তুলার বাড লাগানো ক্ষতিকারক হতে পারে। এমনকি এতে কানের পর্দাও ফেটে যেতে পারে।

সতর্কতা

মনে রাখবেন, কানে পানি পড়া সাধারণ, কিন্তু সঠিক পদ্ধতি জানা অপরিহার্য। এই তিনটি সহজ কৌশল তাৎক্ষণিক উপশম দিতে পারে। কিন্তু সমস্যাটি যদি থেকে যায়, তাহলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করাই সবচেয়ে নিরাপদ বিকল্প।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/og8p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আকাশসীমা খুলে দিল ইরান

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন