English

26.7 C
Dhaka
বুধবার, মে ২১, ২০২৫
- Advertisement -

চুলের যত্নে চা

- Advertisements -

চা পছন্দ করে না এমন মানুষ কমই আছে । কেউ কেউ তো সারাদিনে কয়েক চা পর্যন্ত চা খান।  চা যে শুধুই আমাদের শারীরিক আরাম দেয়, ক্লান্তিও দূর তা নয়, রূপচর্চাতেও বেশ কাজে লাগে। চায়ের মধ্যে থাকা ট্যানিন, অ্যান্টিঅক্সিডেন্ট চুলের সজীবতা বজায় রাখতে ভূমিকা রাখে। শ্যাম্পুর করার পর চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিলে, চুল হয়ে উঠবে ঝলমলে।

যেভাবে ব্যবহার করবেন চায়ের লিকার

১.চা বানিয়ে ঠান্ডা করে নিন। শ্যাম্পু করার পর ভালো করে চুলে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। হালকা পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলুন।

২. চা বানিয়ে ঠান্ডা করে নিন। শ্যাম্পু করার পর এতে পাতিলেবুর রস মিশিয়ে চুলে ধুয়ে ফেলুন। এরপর হালকা নরম তোয়ালে দিয়ে চুল ভালো করে আলতো চাপ দিয়ে মুছে নিন।

৩. চা ফুটে উঠলে তাতে তুলসি পাতা মিশিয়ে । ভালোভাবে ফুটিয়ে চা ঠান্ডা হতে দিন। তার পর লেবুর রস মিশিয়ে চুলে লাগান। চুল থাকবে প্রাণবন্ত।

৪. চুল পড়া রোধ ও চুলের বৃদ্ধিতে চায়ের লিকার খুব ভালো কাজ করে। চা পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর এই পানি স্প্রে বোতলে ভরে রাখুন। এই পানি মাথার তালুতে স্প্রে করুন। নিয়মিত এটা স্প্রে করলে চুল পড়া কমবে ও চুলের বৃদ্ধি ভালো হবে। বোতল একসপ্তাহ মতো ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন।

৫. অনেকের অল্প বয়সে চুল পাকতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চায়ের লিকার ব্যবহার করতে পারেন। পাকা চুলে কালো রঙ পেতে চাইলে চা পাতার সঙ্গে হেনার রস মেশান। এই প্যাক চুলে লাগিয়ে আধঘণ্টা রেখে দিন। ভালোভাবে শুকালে চুলে শ্যাম্পু করে ধুয়ে নিন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন