চোখে কাজল নারীর চোখকে আকর্ষণীয় করে তোলে। কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল বা কালো দাগ সেই সৌন্দর্য ক্ষুণ্ন করে। কেননা মুখের সৌন্দর্যও অনেকখানি নির্ভর করে চোখের ওপর। চোখের নিচের কালি কমিয়ে দেয় মুখের সৌন্দযর্ও। আর সে কারণেই চোখের নিচে কালো দাগ হলে সেটা অবহেলা না করে বরং পরিচর্যা করে চোখের নিচের কালি দূর করা দরকার।
চোখের নিচে কালি ছেলে ও মেয়ে উভয়েরই পড়তে পারে। অনেকগুলো কারণে পড়তে পারে চোখের নিচে কালি। সবচেয়ে বেশি যে কারণে ডার্ক সার্কেল হয় তা হলো রাত জেগে থাকা। এ ছাড়া মানসিক চাপ, হরমোনের পরিবর্তন, অতিরিক্ত দুঃচিন্তা, জেনেটিক প্রভাব ইত্যাদি কারণ হতে পারে।
যদি সঠিক সময়ে এটি দূর করার ব্যবস্থা না নেওয়া হয় তবে সেই দাগ চিরস্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যারা চোখের ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত তারা নিচের কিছু প্রাকৃতিক প্রন্থা অবলম্বন করতে পারেন তা দূর করতে। কিভাবে? পরামর্শ দিয়েছেন জারা’স বিউটি লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও রূপ বিশেষজ্ঞ ফারহানা রুমি।
শসার টুকরো দূর করে কালো দাগ
শসার টুকরো বহুকাল থেকেই চোখের চারপাশের ত্বকের কালো ভাব দূর করতে এবং আকর্ষণীয় করতে ব্যবহৃত হয়ে আসছে। আপনার চোখ বন্ধ করে দুই চোখে দুই টুকরো শসা দিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এটি দৈনিক ব্যবহার করুন।
ঠাণ্ডা টি-ব্যাগ বেশ উপকারী
টি-ব্যাগ ব্যবহার শেষে এক ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে আপনার চোখের ওপর দিয়ে প্রায় ১০-১৫ মিনিট শুয়ে থাকুন। টি-ব্যাগের মধ্যে ট্যানিন নামক একটি উপাদান আছে, যা আপনার চোখের চারপাশের ফোলা ভাব কমাবে এবং কালচে ভাব দূর করবে।
ভালো কাজ করে টমেটোর রস
টমেটো চোখের নিচের কালো দাগ দূর করতে অনেক কার্যকর ভূমিকা পালন করে। এর সঙ্গে সঙ্গে আপনার ত্বককে করবে কোমল-লাবণ্যময়। এক চা-চামচ টমেটোর রস ও এক চা-চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি চোখের নিচে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি দিনে দুবার করার চেষ্টা করুন। টমেটোর রস, লেবুর রস আর সঙ্গে পুদিনা পাতা যোগ করে তৈরি করে নিতে পারেন দারুণ একটি হেলথ ড্রিংক। এটি আপনার চোখের নিচের কালি ভেতর থেকে দূর করতে সাহায্য করবে।
আলুর থেতো
এক-দুটি আলু পেস্ট করে রস বের করে নিন। ছোট ছোট তুলার বল করে সেটি আলুর রসের মধ্যে ভিজিয়ে নিন। এখন চোখ বন্ধ করুন এবং তুলাটি চোখের ওপর রাখুন। তুলা এমনভাবে রাখবেন যাতে চোখের নিচের কালি পড়া স্থানটি ঢেকে যায়। এভাবে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ঠাণ্ডা চায়ের ব্যাগ
চায়ের ব্যাগ দিয়েও চোখের নিচে কালি দূর করা সম্ভব। সবুজ বা কালো চায়ের ব্যাগ ঠাণ্ডা করে নিন। আপনার চোখের ওপর ঠাণ্ডা চায়ের ব্যাগটি রাখুন। ১০-১৫ মিনিট পর চায়ের ব্যাগ সরিয়ে ফেলুন। দিনে দু-তিনবার করার চেষ্টা করুন।
ভালো কাজ করে ঠাণ্ডা দুধ
প্রতিদিন ঠাণ্ডা দুধ ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ দূর করে থাকে। তুলার বল ঠাণ্ডা দুধে ভিজিয়ে নিন। ভেজা তুলার বল আপনার চোখের ওপর রাখুন। ১০-১৫ মিনিট পর তুলা সরিয়ে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করলে আপনার চোখের নিচের কালির দাগ কমবে।
লাগাতে পারেন কমলার রস
কমলার রস চোখের কালি দূর করার অন্যতম একটি উপায়। কমলার রসের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিণ মিশিয়ে নিন। এটি চোখের নিচে লাগান। এটি শুধু চোখের নিচের কালি দূর করবে না, আপনার চোখের গ্লো বাড়িয়ে দেবে অনেক গুণ।