দেশের অনেক নারী জরায়ুর টিউমার সমস্যায় ভুগছেন। এতে করে তারা ক্যানসার আতঙ্কে আছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0u7y
দেশের অনেক নারী জরায়ুর টিউমার সমস্যায় ভুগছেন। এতে করে তারা ক্যানসার আতঙ্কে আছেন।
তবে বিষেশজ্ঞ চিকিৎসকরা বলছেন, জরায়ুতে টিউমার মানে ক্যানসার নয়। টিউমার হলেই তা ক্যানসারে রূপ নেয় না।
কিছু টিউমার ক্যানসারে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। তাই টিউমার হলে ভয় পাওয়ার কিছু নেই। বরং চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করে তা সমাধানের জন্য চেষ্টা করা উচিত।
কীভাবে বুঝবেন জরায়ুতে টিউমার হয়েছে কিনা
প্রথম লক্ষণ হল মারাত্মক যন্ত্রণা। মূলত, তলপেটে যন্ত্রণা অনুভব হবে। বিশেষ করে ঋতুস্রাবের সময় এই ব্যথা বাড়তে থাকে। সঙ্গে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্ত নিসৃত হতে থাকে। তখন বুঝতে হবে, কোনও সমস্যা হচ্ছে। তাই দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।
অনেক সময় শুধুমাত্র ওষুধেই তা সেরে যায়। তবে বেশি জটিল হলে অস্ত্রোপচার করতে হয়। জরায়ুতে টিউমার একবার হলে, বার বার হওয়ার ঝুঁকি থাকে। তাই প্রথমেই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়