অক্টোবর মানেই হালকা শীতের আমেজ। হালকা কুয়াশা রাত হলেই দেখা যায়। আর ঋতু পরিবর্তন মানেই ত্বকের ওপর প্রভাব ফেলা। অক্টোবর থেকেই চামড়ায় টান পড়া শুরু। বাড়ে ব্রণের সমস্যা। এছাড়াও আছে অন্যান্য সমস্যা। এসব সমস্যা সমাধানে কফিতে ভরসা রাখুন। কিভাবে রোজ ব্যবহার করবেন কফি?
একবার দেখে নিন:
- যারা রাত জেগে দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকেন, তাদের চোখে ঈষৎ ফোলাভাব দেখা যায়। এমন হলে কুসুম গরম পানিতে কফির গুড়ো মিশিয়ে নিন। সেই পানিতে তুলো ডুবিয়ে রাখুন। এবার ভেজা তুলো চোখের তলায় রাখলে ফোলাভাব কেটে যাবে।
- চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দিলে সামান্য কফি ও মধু মিশিয়ে চোখের তলায় লাগিয়ে রাখুন অন্তত ১০ মিনিট। সপ্তাহে তিনদিন এমন করলে ডার্ক সার্কেল দূর হবে।
- ব্রণের সমস্যায় জর্জরিত? সপ্তাহে অন্তত দুদিন কফি, অ্যালোভেরা জেল ও মধু মিশিয়ে স্ক্রাব করুন। এভাবে মরা চামড়া উঠে যাওয়ার পাশাপাশি ব্রণর সমস্যাও দূর হবে।
- শীতে ট্যানের সমস্যা দেখা দিলে কফির মধ্যে লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ট্যান দূর হয়ে যাবে।
- শুষ্ক ত্বকের সমস্যা নিরসনে কফির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন।
- অনেক সময় ঠোঁট শুকিয়ে কালো দেখায়। এমন হলে কফি ও মধু মিশিয়ে স্ক্রাব করুন। সপ্তাহে তিনদিন এমন করলে ঠোট স্বাভাবিক হয়ে যাবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nbnw