তবে জানেন কি, সপ্তাহে একবার তোয়ালে কাচাও যথেষ্ট নয়। তার পরেও হতে পারে নানা রোগ। বরং জেনে নিন ঠিক কিভাবে তোয়ালে কাচলে জীবাণু সংক্রমণ থেকে রেহাই পেতে পারেন।
হিসাব অনুযায়ী, গোসল করার পর যে তোয়ালে ব্যবহার করা হয়, সেটি ৩-৪ বার ব্যবহারের পরই কাচা প্রয়োজন।
কিছু নিয়মাবলি—
- অন্য কাউকে নিজের তোয়ালে ব্যবহার করতে না দেওয়াই উত্তম।
- কোনোভাবেই ভেজা তোয়ালে ব্যবহার করবেন না।
- প্রতিবার ব্যবহারের পর তোয়ালে টান টান করে শুকাতে দিন।
- গরম পানিতে তোয়ালে কাচার চেষ্টা করেন। নয়তো জীবাণু সংক্রমণের সম্ভাবনা থেকেই যায়।
- তোয়ালে আদৌ নরম রয়েছে কি না, সেদিকে খেয়াল রাখুন। নরম ভাব চলে যাওয়ার পর আর ওই তোয়ালে ব্যবহার করবেন না।
- নির্দিষ্ট সময় পর পর তোয়ালে পরিবর্তন করুন।
- বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর অন্তত একবার তোয়ালে পরিবর্তন করুন।
- এই নিয়মগুলো মানলে রোগব্যাধি থেকে দূরে থাকা সম্ভব। বিশেষত, মৌসুম পরিবর্তনের সময় এই নিয়মগুলো মানতে ভুলবেন না।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/eftg
