English

32.6 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
- Advertisement -

পেটের স্বাস্থ্য ভালো রাখে ডেউয়া, আরো যত গুণ

- Advertisements -
আমাদের চারপাশে এমন কিছু ফল রয়েছে, যেগুলোর খুব একটা পরিচিতি না থাকলেও তাদের রয়েছে অসাধারণ ভেষজ পুষ্টিগুণ। তেমন একটি ফল ডেউয়া। অঞ্চলভেদে এই ফল মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত। ঢেউয়া, ডেলোমাদার, ডেউফল, বত্তা ইত্যাদি নামেও ডাকা হয়।
ভিটামিন সি ও ক্যালসিয়ামের আঁধার বলা হয় ডেউয়া ফলকে। 

ডেউয়ার পুষ্টিগুণ

ডেউয়া ফলে রয়েছে নানা পুষ্টি উপাদান। প্রতি ১০০ গ্রাম ডেউয়াতে রয়েছে খনিজ ০.৮ গ্রাম, খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালরি, আমিষ ০.৭ গ্রাম, শর্করা ১৩.৩ গ্রাম, ক্যালসিয়াম ৫০ মিলিগ্রাম, লৌহ ০.৫ মিলিগ্রাম, ভিটামিন বি ১০.০২ মিলিগ্রাম, ভিটামিন বি২- ০.১৫ মিলিগ্রাম, ভিটামিন সি ১৩৫ মিলিগ্রাম, পটাশিয়াম ৩৪৮.৩৩ মিলিগ্রাম।

কী উপকার এই ফলে

  • ওজন কমাতে সাহায্য করে ডেউয়া।
  • ঠাণ্ডা পানিতে এই ফলের রস মিশিয়ে নিয়মিত পান করলে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি ডেউয়া ফল রোদে শুকিয়ে অফ সিজনেও খাওয়া যায়।
    • পেট পরিষ্কার না থাকলে সারা দিন কাটে অস্বস্তিতে। পেটের গণ্ডগোল থেকে রেহাই পেতে সকালে খালি পেটে কাঁচা ডেউয়া খেতে পারেন।
  • এ জন্য গরম পানির সঙ্গে কাঁচা ডেউয়া বাটা মিশিয়ে নিতে পারেন।
    • ডেউয়াতে রয়েছে পটাশিয়াম, যা রক্ত চলাচলে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
    • অত্যধিক তৃষ্ণা নিবারণে কাজ করে টকজাতীয় এই ফল।
    • মরিচ, লবণ, চিনি দিয়ে ডেউয়ার ভর্তা খেলে সানস্ট্রোক হওয়ার ঝুঁকি কমে।
    • ত্বকের খসখসে ভাব দূর করে মসৃণ ভাব ফিরিয়ে আনে।
  • ত্বকের রুক্ষতা দূর করতে ডেউয়া গাছের ছালের গুঁড়া অনেক উপকারী এবং এই গুঁড়া ব্রণের দূষিত পুঁজ বের করে দেয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ps5k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন